আতিউর রহমান, বিরল (দিনাজপুর) ॥ দিনাজপুরের বিরল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক মেয়েকে উক্ত্যক্ত করার অপরাধে এক যুবকের ৩ মাসের কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদলতের বিচারক।
জানা গেছে, বিরল উপজেলার পৌরসভার বিরল গ্রামের শাহাপাড়ার এ, কে, এম রফিকুল ইসলাম এর ছেলে তানভির খান জুয়েল (২৩) দীর্ঘদিন ধরে পাশের বৃহ্মপুর গ্রামের এক মেয়েকে উক্ত্যক্ত (ইভটিজিং) করে আসছিল। এ ব্যাপারে থানায় ভূক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ দিলে পুলিশ তাকে আটক করে। পরদিন সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ এর কার্যালয়ে হাজির করা হলে তিনি তাঁকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদলতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ ১৮৬০ সালের ৯ ধারায় উক্ত্যক্ত (ইভটিজিং) করার অপরাধে ৩ মাসের কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন।