ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের গাড়িতে ডাকাতির করার চেষ্ঠা, দুই ডাকাত গ্রেপ্তার। উপজেলা হিলি স্থলবন্দর সড়কে রাত্রিকালীন দায়িত্ব পালনকালে একটি পুলিশ গাড়িকে যাত্রীবাহী গাড়ি মনে করে থামিয়ে দেয় ডাকাত দল। ঘটনার পর পরই পুলিশ তৎপরতার সঙ্গে দুই ডাকাতকে গ্রেপ্তার করে। রবিবার (২৭শে এপ্রিল) দিবাগত রাতে ঘোড়াঘাট থানার একটি টহল গাড়ি হিলি স্থলবন্দর সড়কে দায়িত্ব পালন করছিল। এ সময় একদল ডাকাত টহল গাড়িটিকে যাত্রীবাহী মাইক্রোবাস মনে করে থামানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা দ্রæত ব্যবস্থা নিয়ে ডাকাত দলের সদস্যদের ধরার জন্য অভিযান চালান। অভিযানে দুইজন ডাকাত ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করে পুলিশ। বাকিরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা হলেন: জয়পুরহাট জেলার বালাসি উপজেলার বিয়াল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ইমদাদুল হক (৪৯)। একই উপজেলা চাকরমা উরুমেল পেনিমেল পাড়া গ্রামের মৃত সৌরুদ্দিন বাদশা মিয়ার ছেলে আইজার রহমান (৪০) পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.