জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি । খাগড়াছড়ি জেলার ২৪জন অসহায় ব্যক্তিকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ রবিবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে রিজিয়ন মাঠে এ সহায়তা প্রদান করেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসাস।
সহায়তার মধ্যে রয়েছে, ৯ জন রোগীকে চিকিৎসায় নগদ অর্থ, এবাদতখানা মেরামত, শিক্ষক-কর্মচারীদের বেতন ও ভাতা, সেলাই মেশিন প্রদান করা হয়। এসময় ২,৭১,০০.০০ টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়েছে বলে জানান।
খাগড়াছড়ি ২০৩ পদাতিক রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসাস বলেন, পার্বত্য জেলা খাগড়াছড়িতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়ন নিয়মিতভাবে নানাবিধ জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
এসময় বিজিয়নের স্টাফ অফিসার মেজর রেজাউল করিম ইবনে রশিদ, ভারপ্রাপ্ত বিএম মেজর রেজা-ই-রাব্বি, জিএসও-২ (ইন্ট) মেজর কাজী মোস্তফা আরেফিন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল উপস্থিত ছিলেন।
এই মানবিক সহায়তা পেয়ে হতদরিদ্র অসহায় ব্যক্তিরা আনন্দিত হন এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.