ধামইরহাট (নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে চাষকৃত ধানের জমিতে সেচের পানি চাইতে গিয়ে কৃষক আতোয়ারের পা ভেঙ্গে দিলো ডিপের ড্রেনম্যান আক্কাস আলী। ভুক্তভোগী আতোয়ার হোসেন জানান, ‘আমার ধানের জমির পানি শুকিয়ে মাটি ফেটে গেছে, ধানের ব্যাপক ক্ষতি হচ্ছে। ২৭ এপ্রিল রবিবার সকাল ৯টার দিকে ১২৯ নং দেউলবাড়ী মৌজার ১৮৪ নং দাগে অবস্থিত বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ডিপে (গভীর নলকূপ) ধান ক্ষেতে সেচের পানি নিতে গেলে ডিপের ড্রেনম্যান আক্কাস আলী গালা-গাল ও মারপিট করে পা ভেঙ্গে দেয়। আক্কাস আলী প্রতি একরে ৬ হাজার টাকা করে জোর র্পূবক আদায় করে, তার পরেও আরও ১হাজার টাকা প্রতি একরে দাবী করে, সে টাকাও আমি বাধ্য হয়ে পরিশোধ করেছি, কিন্তু আমাকে পানি না দিয়ে মেরে পা ভেঙ্গে দিয়েছে।’ পা ভাঙ্গার বিষয়ে অভিযুক্ত আক্কাস আলীর মুঠোফোন ০১৭১৮-৮৫৩৩০৫ নম্বরে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তাকে লাথি মারিনি, দুজনে ঘুষি মারা-মারি করতে দুজনেই পরেগেছি, দুজনের ঝগড়া ও মারামারিতে পড়ে গিয়ে পা ভেঙ্গেছে, আমি মেরে পা ভাঙ্গিনি। আর খরার কারণে অতিরিক্ত সেচ দেওয়া লাগে জন্য একর প্রতি ৬ হাজার টাকা নেয়া হয়।’
আহত আতোয়ার হোসেন ধামইরহাট হাসপাতালে চিকিৎসা নিতে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে অপারশেন করতে হবে বলে রামেক হাসপাতালে রেফার করেন। আহত আতোয়ার সুবিচার দাবি করেন।
বিএমডিএ এর সহকারি প্রকৌশলী আন্নাদুজ্জামান জানান, ‘ইতিমধ্যইে বিএমডিএ এর সকল গভীর নলকূপের সকল অপারেটরকে সেচ ব্যবস্থায় গাফিলতি না করতে নির্দেশ দেয়া হয়েছে।’ এদিকে ভুক্তভোগী আতোয়ারের স্ত্রী ফুয়ারা সুলতানা বাদি হয়ে সুবিচার আশায় ধামইরহাট থানায় অভিযোগ দায়ের করেন।
ধামইরহাট থানার ওসি মো. আব্দুল মালেক অভিযোগ প্রাপ্তি বিষয়ে বলেন,‘তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.