তোফজ্জল হোসেন, নিয়ামতপুর প্রতিনিধি:
গত ১৯ মার্চ বুধবার সকাল ৭টায় নিয়ামতপুর উপজেলার জামুরহাটের মৃত-শিবনাথের ছেলে বিরেন সরকার ও পিরপুকুরিয়া গ্রামের মৃত- আলীজানের ছেলে মাহাতব আলীর নেতৃত্বে নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের গাংগোর পিরপুকুরিয়ার দুটি পুকুর থেকে প্রায় ৯০ মন মাছ ৫টি ভটভটি যোগে লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। এ ঘটনায় জরুরী সেবা ৯৯৯ এ কল করলে থানা থেকে পুলিশ এসে ১ ভটভটি মাছ আটক করতে সক্ষম হয় এবং তা মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে বিক্রয় অন্তে মাছ বিক্রয়ের টাকা জমা রাখে তবে এ ঘটনায় প্রায় ১ মাসেও নিয়ামতপুর থানা মামলা গ্রহণ করেনি।
পৈত্রিক সূত্রে পাওয়া পুকুর দুটির মালিক পক্ষের মধ্য হতে নাসিম আক্তার বাদী হয়ে গত ২০ এপ্রিল রবিবার নওগাঁর আমলী ৭ নিয়ামতপুর আদালতে মামলা দায়ের করেছেন যার মামলা নং- সিআর ১৪৭/২০২৫। অত্র মামলার বিষয়ে আদালতে খোজ নিয়ে জানা যায় আমলী ৭ নিয়ামতপুর আদালতের ম্যাজিস্ট্রেট উক্ত মামলা আমলে নিয়ে পিবিআই নওগাঁ কে তদন্ত করার জন্য এবং নিয়ামতপুর থানায় উক্ত মামলা সংক্রান্ত যেসব তথ্য/আটককৃত মাছের মূল্য রয়েছে তা ১০ কার্যদিবসের মধ্যে উপস্থাপনের আদেশ প্রদান করেছেন।
সরজমিনে খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (২৫ এপ্রিল) ছুটির দিনের সুযোগ গ্রহণ করে উক্ত মামলার বিবাদীরা আবারো পুকুর থেকে মাছ ধরে বাজারে নিয়ে যাওয়ার পরিকল্পনায় সংঘবদ্ধ হয়ে মাছ ধরে এবং একটি গাড়ি লোড করে এসময় থানায় যোগাযোগ করলে থানা থেকে পুলিশ এসে মাছ আটক করতে সক্ষম হয় এবং তা মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে বিক্রয়ের জন্য প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনাস্থলে পুলিশের সামনেই পুকুরের মালিকদের মারধর করার উদ্দেশ্যে লাঠিসোটা নিয়ে তেড়ে আসে বিবাদীরা। ঘটনাস্থলে বের জাল আরো ভটভটি গাড়ি এবং মাছ লুটপাটকারীরা উপস্থিত থাকলেও পুলিশ তাদের গ্রেফতার না করেই ফিরে চলে যায়।
ভুক্তোভোগী নাসিম আক্তার বলেন, পূর্বে আমাদের এই পৈত্তিক পুকুর জোর করে মনরঞ্জন মজুমদার অর্থাৎ সাধন চন্দ্র মজুমদারের ভাইয়ের সার্বিক সহযোগিতায় বিরেন সরকার, মাহাতব আলীগংরা ভোগ করতো, থানা তখন আমাদের কোন মামলা গ্রহণ করেনি। এখন স্বৈরাচার আওয়ামী সরকার ক্ষমতায় নেই তবুও এই স্বৈরাচার আওয়ামী সরকারের প্রেতাত্মারা এখনো আমাদের পুকুর দখল করার চেষ্টা করছে। বারবার তারা লাঠিসোটা দেশীয় অস্ত্র হাতে সজ্জিত হয়ে আমাদের প্রাণনাসের হুমকি দিয়ে মাছ ধরার চেষ্টা করছে। গত ১৯ মার্চ সকালে তারা ৫ ভটভটি মাছ লুট করে নিয়ে যায় আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে নিয়ামতপুর থানা থেকে পুলিশ এসে রাস্তা থেকে এক ভটভটি মাছ আটক করে মান্দার প্রসাদপুর বাজারে বিক্রয় করে টাকা জমা রাখে। এ ঘটনায় আমরা নিয়ামতপুর থানায় গিয়ে লিখিত এজাহার দায়ের করি কিন্তু থানা পুলিশ তা আমলে না নিয়ে দিনের পর দিন কালক্ষেপন করতে থাকে তাই আমরা সর্বশেষ গত ২০ এপ্রিল আদালতে মামলা করি। শুক্রবার (২৫ এপ্রিল) আবারো তারা আমাদের পুকুরে জোর করে মাছ লুট করেছে থানায় বিষয়টি জানালে থানা থেকে পুলিশ এসে মাছ আটক করেছে কিন্তু মাছ লুটকারীদের কাউকে আটক করেনি পুলিশ। পুলিশের সামনেই আমাদের উপর হামলা করার উদ্দেশ্যে লাঠিসোটা নিয়ে তেড়ে আসে লুটপাটকারীরা। এ ঘটনায় সুষ্ঠ তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ বিচার দাবী করছি এই আওয়ামী সন্ত্রাসীদের।
এ বিষয়ে নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগের তদন্তকারী কর্মকর্তা পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন বলেন, ১৯ মার্চ ৫ ভুটভুটি মাছ বিক্রির টাকা উভয় পক্ষের সম্মতিতে আমার কাছে রয়েছে। পরবর্তীতে অভিযোগের প্রেক্ষিতে আমি উভয় পক্ষকে ডেকেছিলাম একটি সমাধানের জন্য। কিন্তু তারা একসাথে মিমাংসার জন্য উপস্থিত না হওয়ার কারণে আমি মিমাংসা করতে পারি নাই। পরবর্তীতে নাসিম আক্তার বাদী হয়ে আদালতে মামলা দায়ের করে। গত ২৫ এপ্রিল শুক্রবার আবারও মাছ লুটের ঘটনা আমার জানা নাই।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.