আতিউর রহমান, বিরল (দিনাজপুর) ॥ বিরলে পূর্ব বিরোধের জেরে গাছ কর্তনের অভিযোগ। ব্যাপক ক্ষয়ক্ষতির দ্রুত বিচারের দাবি করেছে ভূক্তভোগী।
উপজেলান ১১নং পলাশবাড়ী ইউনিয়নের ধুলাতৈড় গ্রামের মৃত অছিম উদ্দীনের ছেলে মোঃ আতাবুর রহমান এর গত ১১ আগস্ট/২০২৪ তারিখে রবিবার ভোর ৪.৩০ টায় পূর্ব শত্রুতার জের ধরে সকল প্রতিপক্ষ মৃত খাতির উদ্দীনের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৪০) ও মোঃ রুহুল আমিন (৩৫), মৃত খাতির উদ্দীনের ছেলে মোঃ মেহেরুল ইসলাম (৩৮) ও মোঃ শাহিন আলম (বুধু) একজোট হয়ে ইউক্লীপটাস গাছসহ আকাশ মনি গাছ এর বাগানে অনধিকার প্রবেশ করে ৮২টি ইউক্লীপটাস গাছসহ ৩টি আকাশ মনি গাছ হাসুয়া দ্বারা কেটে ভেঙে তছনছ করে। যার ভাংগা গাছের আনুমানিক মূল্য পঁচাশি হাজার টাকার ক্ষতি সাধন করে। প্রতিপক্ষগণ ভূক্তভোগীর চাচা মোঃ আফছার আলী (৬০) ফজরের নামাজ মসজিদে আদায় করতে যাওয়ার সময় দেখতে পেয়ে বিবাদীগনকে মৌখিকভাবে উক্ত গাছ গুলি ভাঙতে বাঁধা নিষেধ করলে বিবাদীগন ক্ষিপ্ত হয়ে আমার চাচাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালি গালাজ করে এবং আমার চাচা বেশি কথা বার্তা বললে আমার চাচাকে খুন জখম করবে মর্মে বিভিন্ন রকম ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। বিবাদীগনকে গাছ কাটার বা ভাংগার বিষয়ে বেশি কিছু বলতে গেলে খুন জখম সহ আইন শৃঙ্খলার অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে। বিবাদীগন যে কোন সময় যে কোন মুহুর্তে দিনাজপুর জেলার বিরল উপজেলার ধূলাতৈড় মৌজার ২৩৪ নং জে,এল ভূক্ত এস,এ-৮৩ নং খতিয়ানের ৪১৮ নং দাগের ১৯ শতকের মধ্যে ০৬ শতক জমির সম্পত্তিতে গেলে আমি কিংবা আমার পরিবারের লোকজনের গুরুত্বর শান্তি ভংগ ও জীবননাশের আশংকা বিদ্যমান রয়েছে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে ভূূক্তভোগী।