মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি ; নোয়াখালীর সেনবাগ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল, উপজেলা আওেয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব ও নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি শিহাব উদ্দিন সহ মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানবন্ধন ও চেয়ারম্যান সোহেলকে অপসারণের দাবীতে বিক্ষোভ কর্মসূটি পালন করেছে নবীপুর ইউনিয়নের সর্স্তরেরর সাধারণ নাগরিক। বুধবার সকাল সাড়ে ১১ টার সময় সেনবাগ উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও থানা মোড়ে প্রতিবাদ সভা করা হয়
মাববন্ধননে বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক নবীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিন উল্লাহ বিএসসি, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল্লাহ আজাদ, ইউনিয়ন যুবদলের সভাপতি মইনুল হোসেন সজিব, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন , ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ জসিম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডাক্তার জহির, যুবদলের সহ-সাধারণ সম্পাদক রনি মীর সহ এলাকার সাধারণ জনগণ।
বক্তারা বলেন, বিগত ১৬ বছরে আওয়ামীলীগ শাসনের সময়ে সাবেক সংসদ সদস্য মোরশেদ আলমের ছত্রছায়া চেয়ারম্যান সোহেল ,আবদুল ওহাব ও সিহাব উদ্দিনের নেতৃত্বে তারা সন্ত্রাস চাঁদাবাজি, ও লুটপাটসহ বিভিন্ন অভিযোগে থানায় ৪টি মামলা রয়েছে । সেসব অভিযোগের ইতিমধ্যে তাদের গডফাদার মোরশেদ আলমকে গ্রেপ্তার করা হলেও অজ্ঞাত কারণে উক্ত আসামিদের গ্রেপ্তার করছেনা পুলিশ। তারা বলেন, উক্ত আসনের সংসদ সদস্য ও বেঙ্গল গ্র‚পের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার করা হলেও কেনো তাদের দোসর উক্ত আসামীদের পুলিশ রহস্যজনক কারণে গ্রেপ্তার করছে না, তার জবাব চান এবং আসামীদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটামের ঘোষণা দিয়েছেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে সেনবাগ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে এসে শেষ হয়।
এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিষার ইনচার্জ(ওসি) এসএম মিজানুর রহমান বলেন,আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। পলাতক থাকার কারনে তাদের খুজে পাাওয় যাচ্ছেনা।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.