প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৫, ৫:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৫:৫৯ অপরাহ্ণ
বকেয়া বেতন ও পূনঃবহালের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি : আবু সাঈদের বাংলায় বৈষম্যের কোন ঠাই নাই এই স্লোগান কে সামনে রেখে গাইবান্ধা সিভিল সার্জনের আওতায় ৬ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ৭২ জন কর্মীকে পূণরায় পূনঃবহাল ও বকেয়া ২২ মাসের বেতন পাওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ আউটসোর্সিং কল্যাণ সমিতি গাইবান্ধা জেলা শাখা সিভিল সার্জন কার্যালয় চত্বরে এসব অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সভাপতি অলিউল ইসলাম আংগুর, আমিনুল ইসলাম, সাজ মিয়া, নাজমুল নাহার, মেরিনা, সুলতান মাহমুদ বাবু প্রমুখ। এছাড়াও ৬ উপজেলার বাকি সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আমরা দীর্ঘ দিন থেকে আউটসোর্সিং কর্মচারীগন বিভিন্ন পদে ৬ টি উপজেলায় সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে আসছি। কিন্তু বিগত ২২ মাস থেকে আমাদের বেতন বকেয়া আছে। বক্তারা আরো বলেন, আমরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। অবিলম্বে পূর্বের জনবল বহাল রেখে বকেয়া বেতন পরিশোধ করে নিয়োগ ও টেন্ডার দেয়ার আহবান জানান বক্তারা।
শেষে গাইবান্ধা সিভিল সার্জন বরাবর উল্লেখিত দাবিসমূহের একটি স্মারকলিপি প্রদান করেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.