ইয়ানূর রহমান : যশোরে আওয়ামী লীগ হঠাৎ করে আবারো ঝটিকা মিছিল করেছেন। একটি মিছিলের ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও দলের নেতাকর্মীদের দাবী, রোববার সন্ধ্যা ও রাতে তারা যশোর শহরে তারা একাধিক মিছিল করেছেন।
সারাদেশের মতো যশোরেও এ ধরণের ঝটিকা মিছিলসহ বিভিন্ন রাজনৈতিক তৎপরতা বন্ধ করতে রোববার পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক তৎপর ছিলো। শহরের পুরাতনকসবা কাঁঠালতলায় অবস্থান নেয়া ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজন নেতার বাড়িতে অভিযান চালায়। তবে অভিযানে কাউকে আটক বা কিছু উদ্ধার হয়নি।
এরই মাঝে রোববার সন্ধ্যায় ঘোপ বাবলাতলা, ঢাকা রোড এলাকায় আওয়ামী লীগ-যুবলীগ ঝটিকা মিছিল করে। বিভিন্ন সোশাল মিডিয়ায় পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে ওই মিছিল থেকে ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ ছাড়াও ‘শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবে’ ‘শেখ হাসিনার দুই নয়ন-বাংলাদেশের উন্নয়ন’ ইত্যাদি শ্লোগান দিতে।
এদিকে, রোববার রাতেই যশোর শহরের মণিহার এলাকায় আওয়ামী লীগ-যুবলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে বলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতাকর্মী জানিয়েছেন। তবে ওই মিছিলের কোনো ছবি কিংবা ভিডিও ফুটেজ তারা দেখাতে পারেননি।
এছাড়া রোববার যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল ও নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) বিকেল ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের আজ সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।#
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.