সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে মামা-মামি ও মামাতো বোন হত্যার দায়ে একমাত্র আসামী ভাগ্নে রাজিব কুমার ভৌমিককে (৩৬) মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। এছাড়াও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান আসামীর অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন। আদালতের অতিরিক্ত পিপি হামিদুল ইসলাম দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন।
দন্ডপ্রাপ্ত রাজিব কুমার ভৌমিক সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তেলিপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ভৌমিকের ছেলে। তিনি হত্যাকান্ডের শিকার বিকাশ সরকারের আপন ভাগ্নে।
মামলার বরাত দিয়ে অতিরিক্ত পিপি হামিদুল ইসলাম দুলাল বলেন, ২০২৪ সালের ২৭ জানুয়ারি টাকা-পয়সা লেনদেনের দ্বন্দ্বের জেরে সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার বারোয়ারি বটতলা মহল্লার বাসিন্দা বিকাশ সরকার (৪৫), তাঁর স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে দশম শ্রেণির শিক্ষার্থী পারমিতা সরকার তুষিকে (১৫) গলা কেটে হত্যা করেন ভাগ্নে রাজীব। হত্যাকান্ডের তিনদিন পর পুলিশ তালাবদ্ধ বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত স্বর্ণা রানী সরকারের ভাই সুকমল চন্দ্র সাহা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি দিয়ে তাড়াশ থানায় মামলা করেন। পরে মোবাইল ফোন থেকে পাওয়া মামা-ভাগ্নের কথোপকথনের সূত্রধরে রাজিবকে আটক করে সিরাজগঞ্জ ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত এই মামলার আসামীর বিরুদ্ধে রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত রাজিব ২০২৪ সালের ৯ ডিসেম্বর উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর থেকে পলাতক রয়েছেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.