আব্দুল্লাহ আল মামুন বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুস সামাদ তাঁরা ও সম্পাদক নির্বাচিত হয়েছেন দিলরেজা ফেরদৌস চিন্ময়। সাংগঠনিক সম্পাদক পদে আরিফ হোসেন ও আব্দুল্লাহ আল মারুফ অনু নির্বাচিত হয়েছেন।
১৬ বছর পরে গতকাল বিকালে বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে উৎসবমুখর পরিবেশে পৌর বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। প্রধান বক্তা বিএনপির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, উদ্বোধন করেন পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক আব্দুস সামাদ তারা, সঞ্চলনা করেন পৌর বিএনপির সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময়।
জাতীয় সংগীত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। পরে একটি বণার্ঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে শহীদ মিনার চত্তরে এসে শেষ হয়। আলোচনা সভা শেষে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।