প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১২:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১:০৭ অপরাহ্ণ
বিএনপি জন্ম হয়েছে, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষা করার জন্য-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সালাম

নাটোর প্রতিনিধি ;; বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। জনগণের অধিকারের জন্য রাজনীতি করে। গণতন্ত্র রক্ষার জন্য রাজনীতি করে। বিএনপি জন্ম হয়েছে, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষা করার জন্য। দেশে যত সংস্কার হয়েছে, সব বিএনপি করেছে। বিএনপি ক্ষমতায় থেকে এবং বাইরে থেকেও সংস্কার করেছে। তারা জানে ভোট দিলে বিএনপি ক্ষমতায় আসবে। সেজন্য ভোট পেছানোর ষড়যন্ত্র চলছে।
রোববার দুপুরে স্থানীয় একটি রেস্তোরাঁয় নাটোর জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চেয়ারপারসনের উপদেষ্টা সালাম বলেন, বিএনপি জনগণের সমর্থন নিয়ে ভোটের মাধ্যমে সরকারে আসবে। আজ কেউ যদি নির্বাচন পেছাতে চান, তাহলে আমরা ভাববো সেই ফ্যাসিবাদকে আবার আনতে ষড়যন্ত্র চলছে। গণতন্ত্র ফিরে আসার পথ সহজ করতে হবে। সেজন্য নির্বাচনের কোনো বিকল্প নেই।
আব্দুস সালাম বলেন, দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি। ৫ আগস্টের পর আমরা আশায় আছি, দেশে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করবে। কিন্তু ৮ মাস পার হলেও আমরা সেই রোডম্যাপ দেখছি না। এ সরকার কতদিন সময় নিতে চায়, কত দিন সময় চায়? সে ধরনের কোনো রোডম্যাপ সরকারের কাছে পাইনি।
বিএনপি এ নেতা আরও বলেন, গত দীর্ঘ বছর আমরা সুষ্ঠু নির্বাচন পাইনি। আমরা চেয়েছি দেশে একটি নির্বাচিত সরকার আসুক। নির্বাচিত সরকার তখনই আসবে, যখন একটি তত্ত্ববধায়ক সরকারের অধীনে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেজন্য এত বছর ফ্যাসিবাদ হাসিনার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল।
নাটোর জেলা বিএনপি সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় এবং জেলা বিএনপি আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, জিল্লুর রহমান বাবুল চৌধুরি, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, দাউদার মাহমুদসহ বিএনপির অঙ্গ-সহযোগী নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.