প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৭:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ২:৫৪ অপরাহ্ণ
বড়াইগ্রামে শোবার ঘর থেকে যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি ;; নাটোরের বড়াইগ্রামে শয়নকক্ষ থেকে অয়নাল হোসেন (৪৫) নামে এক যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নটাবাড়িয়া গ্রাম থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত আয়নাল হোসেন উপজেলা নটাবাড়ীয়া গ্রামের মৃত আব্দুলের জলিলের ছেলে।
মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুল অলিম বলেন, আয়নাল হোসেন বাড়িতে একাই থাকতেন। তার দুই সন্তান রয়েছে ,তাদের মেয়ের বিয়ে হয়েছে আর ছেলে মাদরাসায় থাকে। তার স্ত্রী বেশ কিছুদিন যাবৎ বাবার বাড়িতে থাকেন। গত বুধবার সন্ধ্যায় এলাকায় দেখা যায় আয়নাল হোসেনকে। তিনি নটাবাড়িয়া চার নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক ছিলেন এবং বনপাড়া বাইপাস কাউন্টারে লোকাল বাসের টিকিট বিক্রি করতেন। সকালে বাড়ির পাশের লোকজর পঁচা গন্ধ পায়। পরে বাড়ির ভিতরে ঢুকে ঘরের দরজা অবস্থায় মেঝেতে লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, আয়নাল হকের বাড়ির ফটক ও ঘরের দরজা খোলা ছিল। লাশ পঁচন ধরে গন্ধ বের হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান জানান, লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.