ইয়ান্যূর রহমান : যশোর শহরের চাঁচড়া ডালমিল মাঠ পাড়ায় সম্রাট (২৫) নামে এক যুবক ছুরিকাহত হয়েছেন। সন্ত্রাসীরা তার ঘরের ভেতর থেকে তুলে নিয়ে দু’ চোখে ছুরিকাঘাত করেছে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে এলাকাবাসির ধারনা। ছুরিকাহত সম্রাট চাঁচড়া ডালমিল মাঠপাড়া এলাকার আব্দুল আলীমের পুত্র।
আহতের পিতা জানান, রাত পৌনে ১০ টার দিকে সম্রাট তার ঘরে বসেছিলেন। এই সময় ও এলাকার কুদরতের নেতৃত্বে ছয়-সাত জন এসে তার ঘরে হানা দেয়। এরপর সম্রাটকে পাশের মাঠে নিয়ে যায়। সেখানে দু'চোখ ও মাথায় এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে সম্রাট আহত হয়। পরে লোকজন উদ্ধার করে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।
তিনি আরো বলেন, কিছুদিন আগে যৌথ বাহিনী কুদরুতকে ধরার জন্য অভিযান চালায়। তখন কুদরত তার অস্ত্র সম্রাটের বাড়ির দেয়ালের পরে রেখে পালিয়ে যায়। এ ঘটনা সম্রাট যৌথ বাহিনীকে জানিয়ে দেয়। তারপর সম্রাট কে মারার জন্য কুদরত মরিয়া হয়ে ওঠে এবং হুমকি দেয়। এই ঘটনার জের ধরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে আব্দুল আলীম জানিয়েছেন।
হাসপাতাল সুত্রে জানাযায় , আহত সম্রাটের চোখের আশেপাশে বেশ কয়েক স্থানে একাধিক জখম হয়েছে। অল্পের জন্য তার চোখ দু'টি রক্ষা পেয়েছে। পুলিশ জানান, সম্রাটের বিরুদ্ধে অস্ত্রসহ চারটি মামলা রয়েছে। তিনি নিজেও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত।#