সিরাজগঞ্জ প্রতিনিধি :: সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকসেবন বন্ধে বাঁশের মাচাল দেয়াকে কেন্দ্র করে আজমির হোসেন ওরফে বিপুল সরকার (৩৫) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে ও হাতুড়ি পেটা করে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে শাহজাদপুর পৌর শহরের ইসলামপুর রামবাড়ি মহল্লায় বিপুলের বসতবাড়ীর সামনে এ ঘটনা ঘটেছে। অভিযোগ ওঠেছে আওয়ামীলীগের সন্ত্রাসীরা এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে। বিপুল একই গ্রামের মৃত মাজেদ সরকারের ছেলে। অন্যদিকে সিরাজগঞ্জের তাড়াশে রাশেদুল ইসলাম (৪০) নামে এক পিকআপ চালককে জবাই করে হত্যা করা হয়েছে। সে তাড়াশ পৌর সদরের ওয়াপদাবাঁধ এলাকার আব্দুল কাদেরের ছেলে।
শাহজাদপুরের নিহত বিপুলের বড় ভাই নুুরুজ্জামান জানান, মোকছেদ আলী বগা মেম্বরের ছেলে শহিদুল ইসলাম, সাদ্দাম হোসেন, রুবেল, কাউসার, তরিকুল ও মফিজসহ এলাকার ২৫-৩০ জন বিপুলের বাড়ীর কাছে মাদক ব্যবসা ও সেবন করত। এরা সকলেই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। মাদক ব্যবসা বন্ধে পাহারা দেওয়ার জন্য বিপুল বাঁশের মাঁচা তৈরির চেষ্টা করে। মাদক কারবারিরা তাতে বাঁধা দেয়ায় দ্বন্ধ শুরু হয়। এ অবস্থায় শুক্রবার রাত ৮টার দিকে বিপুল বাড়ীর সামনে পরিবারের সদস্যদের সাথে কথা বলাবস্থায় শহিদুল, সাদ্দাম, তারিকুল, রেজা, রুবেলসহ ২০/২৫ জনের সন্ত্রাসী তার উপরে হামলা চালিয়ে হাসুয়া ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। হাসপাতালে নেয়ার পথে রাত ১১টার দিকে বিপুল মারা যায়।
শাহজাদপুর থানার ওসি আছলাম আলী জানান, সংবাদ পেয়ে রাতেই নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মুলত একটি বাঁশের মাঁচা তৈরি করা নিয়ে দ্বন্ধের কারণে বিপুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।
অন্যদিকে, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, রাশেদুল ইসলাম রাত থেকে নিখোঁজ ছিল। সকালে স্থানীয় এক নারী ঘাস কাটতে গিয়ে ধানক্ষেতের মধ্যে গলাকাটা অবস্থায় মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা সংবাদ দিলে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে একটি পরিকল্পিত হত্যাকান্ড। এ ঘটনায় মামলা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.