প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৪:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ২:৫৬ অপরাহ্ণ
নাটোরের চাঞ্চল্যকর শিশু জুঁই হত্যার ঘটনায় ৫ শিশু গ্রেফতার

নাটোর প্রতিনিধি :: নাটোরের বড়াইগ্রামের সাত বছর বয়সী শিশু আকলিমা আক্তার জুঁইকে হত্যার ঘটনায় ৫ শিশুকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে এই তথ্য জানায় পুলিশ মোহাম্মদ আমজাদ হোসাইন। বড়াইগ্রাম থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে পাঁচ শিশুকে গ্রেপ্তার করে হেফাজতে নেয়া হয়েছে। গ্রেফতারকৃতরা সবাই শিশু হওয়ায় নাম পরিচয় প্রকাশ করছে না পুলিশ। কি কারণে এই হত্যাকান্ড তা তদন্তের স্বার্থে এখনই বলতে রাজি হয়নি আইনশৃঙ্খলাবাহিনী।
গত সোমবার পহেলা বৈশাখের দিন বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গাড়ফা গ্রামের শিশু জুঁই দাদীর বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু পরে স্বজনরা খোঁজ নিয়ে জানতে পারেন জুঁই ওখানে যায়নি। এরপর চারদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে মঙ্গলবার সকালে পাশ্ববর্তী পাবনার চাটমোহরের রামপুর বিলের একটি ভুট্টক্ষেতে জুঁইয়ের মরদেহ পাওয়া যায়। ঐ দিন রাতে জুঁইয়ের মা বাদি হয়ে অজ্ঞাত নামাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে শনিবার ৫ শিশুকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা শিশু জুই হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে নৃশংস হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছে বলে জানা গেছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.