প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৭:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ২:৫৫ অপরাহ্ণ
লালপুরে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে প্রাইভেটকারের ধাক্কায় বেলাল আলী (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে ঈশ্বরদী- বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ লালপুর এলাকায় এঘটনা ঘটে। নিহত বেলাল উপজেলার নবীনগর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলাল লালপুর বাজারে ইলেক্ট্রনিকসের দোকানে কাজ করতো। সকালে সড়কের পাশ দিয়ে বাড়ি থেকে হেঁটে দোকানে আসছিল। এসময় ঈশ্বরদী মুখী প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আহত বেলালকে স্থানীয়রা উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকেই মৃত ঘোষণা করে।
মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.