মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি :: সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী ফোর লেন মহাসড়কের আজিজপুর পোলের নামকস্থানে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় মোঃ নজরুল ইসলাম (৪০) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় মোঃ কিরণ (৪৩) ও ইসমাইল হোসেন (৩৮) নামের ছমির মুন্সিরহাট বাজারের আরো দুই ব্যবস্য়াী আহত হয়েছে। এদের মধ্যে কিরণের অবস্থা সংকটাপন্ন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের (ওসি) মোঃ.রুহুল আমিন জানান, মঙ্গলবার সকাল ৭টারদিকে আজিজপুর জিরগাজী এলাকা থেকে একটি ব্যাটারী চালিত অটোরিকশা ছমির মুন্সিরহাট বাজারে দিকে আসার পথে ফোর লেন সড়কের আজিজপুর পোলের গোড়ার ইউটার্ন নেওয়ার সময় চৌমুহনী থেকে ফেনী অভিমুখি বালু বাহী একটি ড্রাম ট্রাক অটোটিকে ধাক্কা দেয়। এ সময় অটোতে থাকা আজিজপুর পাঁচানী বাড়ির বীরমুক্তিযোদ্ধা আবুল কালামের ছেলে মোঃ নজরুল ইসলাম ঘটনাস্থালেই মারা যায়। এ সময় অটোতে থাকা একই বাড়ির শহীদ উল্লাহ ছেলে ব্যবসায়ী মোঃ কিরণ ও মহিদীপুর গ্রামের ব্যবসায়ী মোঃ ইসমাইল হোসেন গুরুত্বর আহত হয়। এদের মধ্যে কিরণের অবস্থা আশঙ্কা জনক। হাইওয়ে পুলিশ ঘাতক ড্রাম ট্রাকটিকে আটেক করতে সক্ষম হলেও চালক ও সহকারী পালিয়ে যায়। অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।