মোঃআমজাদ হোসেন স্টাফ রিপোর্টার:
জয়পুরহাটের পাঁচবিবিতে ডিবি পুলিশ পরিচয়দানকারী দুই ভুয়া পুলিশ সদস্য কে জনতা আটক করে পাঁচবিবি থানা পুলিশের হাতে সোপর্দ করেছে।
১৯ এপ্রিল (শনিবার) বেলা ১টার দিকে উপজেলার আওলাই ইউনিয়নের চানপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পাঁচবিবি থানা সূত্রে জানা যায়, শনিবার বেলা ১টার দিকে চানপাড়া বাজারে শ্রী তাপস কুমার পালের স্বর্ণের দোকান তানিসা জুয়েলার্সে ডিবি পুলিশ পরিচয়দানকারী ২জন ব্যক্তি দোকান তল্লাশির নামে টাকা পয়সা দাবি করে।এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা পাঁচবিবি থানা পুলিশকে খবর দেয়।
জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার আব্দুল ওহাব মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়, পাঁচবিবি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মইনুল ইসলামের সহযোগিতায়
পাঁচবিবি থানার চৌকস অফিসার এসআই মাসুম ও এএসআই সোহেল স্বর্গীয় পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক করেন ২জন ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারীকে তারা হলেন, নওগাঁ জেলার আত্রাই থানার কালিকাপুর গ্রামের তৈয়ব সরকারের ছেলে সাগর( ৩০)।
নওগাঁ সদর উপজেলার জগত সিংহপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ইমরান (২১),এদের দুজনকেই জয়পুরহাট ডিবি পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ জানায়। এদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এর আগেও পাঁচবিবিতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন বাড়ি ঘর তল্লাশির নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার খবর পাওয়া যায়।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলাম বলেন ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে এবং অপরাধীদের আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়া ধীন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.