প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১২:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ৪:০১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্টবাহী ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৮ এপ্রিল) ভোররাতে হাটিকুমরুল-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার নবগ্রাম এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাবনা জেলার আমিনপুর থানার হরিনাথপুর গ্রামের মতিউর রহমানের ছেলে মাইক্রেবাস চালক মো. মুনছুরুল আলম বাবুল (৪০) ও একই গ্রামের শ্রী জীবন চন্দ্র শীলের ছেলে শ্রী মানিক চন্দ্র শীল (৪২)।
আহত একই গ্রামের সৌম্য দাসের ছেলে সুমন কুমার দাসকে (৪২) উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করে জানান, ভোররাতে পাবনাগামী মাইক্রোবাসটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীতমুখী থেকে আসা উত্তরবঙ্গগামী ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে চালকসহ ওই তিন মাইক্রোবাস যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান মাইক্রোবাস চালক মো. মুনছুরুল আলম বাবুল ও যাত্রী মানিক চন্দ্র শীল। তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও মাইক্রোবাসটিকে জব্দ করে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.