মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মোল্লা পাড়া গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মারপিট, হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। ভোগডাঙ্গা ইউনিয়নের মৃত আব্দুস সাত্তারের পুত্র হতদরিদ্র বাচ্চা মিয়া নিজে বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মোল্লা পাড়া গ্রামের বাসিন্দা হতদরিদ্র কৃষক বাচ্চা মিয়ার পুত্র ইয়াকুব আলীর সহিত প্রায় ৩ বছর পূর্বে ইসলামী শরিয়া মোতাবেক মৃত আব্দুর রহিম এর কন্যা মোছাঃ রিতা মনি (২০) এর বিবাহ হয়। উক্ত বিবাহের পর হতে পুত্র বধূ মোছাঃ রিতা মনির পরিবারের লোকজনের সাথে বাচ্চা মিয়ার পরিবারের মধ্যে দ্ব›দ্ব কলহ চলে আসছে। বিরোধ চলাকালে দু’পরিবারের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয় পর্যায়ে গন্যমান্য ব্যক্তিবর্গ শালিস বৈঠক করেও কোন মিমাংসা করতে পারেননি। গত ২৪ জানুয়ারী’২০২৫ইং তারিখ সকালে বাদী বাচ্চা মিয়া তার পুত্র বধূকে নিজ বাড়ীতে নিয়ে আসার জন্য বিবাদীর বাড়ীতে যায়। এ সময় বিবাদীরা অকথ্য ভাষায় বাদী পক্ষের লোকজনকে গালিগালাজ করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় বাচ্চা মিয়া তার পুত্র বধূ মোছাঃ রিতা মনিকে তার স্বামীর বাড়ীতে নিয়ে আসে। বিকেলে বিবাদীপক্ষের লোকজন মোছাঃ রিতা মনিকে তার পিতার বাড়ীতে ফিরিয়ে নেয়ার জন্য বাদীর বাড়ীতে উপস্থিত হয়ে বাকবিতন্ডায় জড়িয়ে বাদীর কন্যা মোছাঃ বাছিনা বেগমকে কাঠের বাতা দিয়ে এলোপাতারী মার-ডাং করে শরীরের বিভিন্ন অংশে ছিলা, ফুলা জখম করে। বিবাদীগণ সংঘবদ্ধ ভাবে বাদীর বাড়ীর টিনের বেড়া ভেঙ্গে এবং বাদীর ঘরের আসবাবপত্র ভাংচুর করে টাকা পয়সা চুরি করে নেয়। এ সময় বিবাদীর লোকজন মিথ্যা মামলা দিয়ে বাচ্চা মিয়ার পুত্র ইয়াকুব আলীকে ফাঁসিয়ে পরিবারকে ক্ষতিগ্রস্ত করবে বলে হুমকি প্রদর্শন করে। হামলার সময় উপস্থিত ছিলেন- বিবাদী মোছাঃ রুমি বেগম (২৪), মোছাঃ শাহিদা বেগম (৪২), মোঃ শাহাদ আলী (৬৫), উকিল আমিন (৪৩), শহিদা বেগম (৪৫), মোছাঃ রিতা মনি (২০)। এ ঘটনায় কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মৃত আব্দুস সাত্তারের পুত্র হতদরিদ্র বাচ্চা মিয়া নিজে বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।