ইয়ানূর রহমান : যশোরের মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও চিহ্নিত সন্ত্রাসী বাবু (৪৩) কে আটক করেছে র্যাব সদস্যরা।
বুধবার (১৬ এপ্রিল) র্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক বাবু শহরের পুলিশ লাইন কদমতলা এলা কার ফারুক হোসেনের ছেলে।
র্যাব জানায়, বাবু দীর্ঘদিন ধরে যশোরসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসায় জড়িত ছিলেন। ২০১৭ সালে ১২৫ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয় এবং ওই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার পর তিনি ১১ মাস কারাভোগ করেন। এরপর জামিনে মুক্তি পেয়ে পলাতক ছিলেন।
মামলার বিচার কার্যক্রম শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। তবে দীর্ঘদিন আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে
দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন তিনি। পরে র্যাব তার অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করে।
র্যাব আরও জানায়, বাবুর বিরুদ্ধে বর্তমানে একটি হত্যা মামলা ও একটি মারামারির মামলাও বিচারাধীন রয়েছে। তিনি যশোরের চিহ্নিত সন্ত্রাসী হিসেবে
পরিচিত এবং তার কর্মকাণ্ডে এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই ভীত ও অতিষ্ঠ ছিল। আটকের পর তাকে আদালতের সোপর্দ করা হয়েছে। বিচারক তাকে রাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।#
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.