মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির আকিলাপাড়া গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে ইরিবোর ধান লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষরা গাড়ী ভাংচুর ও মারপিট করেন।
খয়েরবাড়ী ইউপির আকিলাপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেন এর মোঃ মাহাবুব রশিদ (৪০) এর ফুলবাড়ী থানা অভিযোগ গত ০২/০২/২০২৫ইং তারিখে দায়েরকৃত অভিযোগ সূত্রে জানান যায়, জবেদ আলী, জাহান আলী, জামাত আলী, সাইফুল ইসলাম ও মফেল উদ্দীন নামীয় ব্যক্তিগন খয়েরবাড়ী মৌজার ২২৮ দাগের ৫এর ৬৩ শতক জমির মধ্যে ২ একর ৬৩ শতক জমিতে উল্লেখ্য ব্যক্তিরা জোর পূর্বক দখল করার চেষ্ঠা করেন। এই জমি নিয়ে বিরোধ চলছে এবং আদালতে মামলা চলছে।
গত ০২/০২/২০২৫ ইং তারিখে দুপুর ১২টায় মোঃ মাহাবুব রশীদ ট্রাকট্রর দ্বারা জমি চাষ করে ইরিবোর ধান রোপন শুরু করলে মোঃ সাইফুল ইসলাম (৩৫), জামাত আলী (৫৫), রফিকুল ইসলাম (৩২) উভয়ের পিতা মৃত জবেদ আলী, মফেল উদ্দীন (৫৬) পিতা মৃত জাহান আলী, মোঃ মোজাম্মেল হোসেন (৩৬) পিতা মৃত জাহান আলী, সোহেল রানা (২৫) পিতাঃ মফেল উদ্দীন, সামিউল ইসলাম (২২) পিতাঃ সাইফুল ইসলাম সর্ব সাং-খয়েরবাড়ী আকিলাপাড়া, ফুলবাড়ী, দিনাজপুর তারা দলবদ্ধ হয়ে হতে ছোরা, কুড়াল, হাসুয়া, সাবল ও অন্যান্য দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে জমিতে গিয়ে ইরিবোর ধান লাগাতে বাধা প্রদান করে। এ সময় উল্লেখ্য ব্যক্তিদ্বয়ের মধ্যে সাইফুল ইসলাম এর হুকুমে মোজাম্মেল হোসেন ধারালো অস্ত্র দ্বারা গাড়ি ভাংচুর ও গাড়ির টায়ার কেটে দিয়ে মোঃ মাহাবুব রশীদ গংদের মারপিট শুরু করেন। এ সয়ম ফুলবাড়ী থানার পুলিশ ঘটনা স্থলে গেলে প্রতিপক্ষ সাইফুল ইসলাম গংরা পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে দেশীয় ধারা অস্ত্র সস্ত্র উদ্ধার করেন। এই ঘটনায় গাড়িটির প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতিসাধন হয়। অন্যদিকে মফেল উদ্দীন ও সোহেল রানা এবং সামিউল ইসলামেরা মোঃ মাহাবুব রশীদ বাড়ীতে ইটপাটকেল নিক্ষেপ করে বাড়ীর ক্ষতিসাধণ করে। এই ঘটনায় মাহাবুব রশিদ বাদী হয়ে ফুলবাড়ী থানায় ০৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় মোঃ মাহাবুব রশীদ প্রশাসনের আসু হস্তক্ষেপ কামনা করেন।