রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে সোহেল রানা (৪১), একই গ্রামের আবুল হোসেনের ছেলে আবুল কালাম আজাদ (৩৭), একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (৩২) ।
এদিকে, একই মামলার খালাসপ্রাপ্ত অপর দুই আসামিরা হলেন, শরিফুল ইসলাম (৪৬) ও আনারুল ইসলাম। রায় ঘোষাণার সময় তারা আদালতে ছিলেন না।
মামলা সুত্রে জানা গেছে, র্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পর উপ পরিদর্শক (এসআই) আব্দুল কাদের ২০২১ সালের ১৬ জুলাই গোবিন্দগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান করে।এসময় গোপন সংবাদে জানতে পারেন মাদকদ্রব্য নিয়ে চাপাই নবাবগঞ্জের দিকে যাচ্ছে একটি ট্রাক। পরে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ এলাকার বিনিময় প্রেট্রোল পাম্পের সামনে চেকপোষ্ট বসানো হয়। পরে কয়েকটি ট্রাক আটকে তল্লাশি করা হয়। এসময় একটি ট্রাকের কেবিনের ভিতর থেকে পলিথিন মোড়ানো ৫৯০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। পরে ট্রাকের মালিক সোহেল রানা(৩৯),হেলপার আসাদুল ইসলাম (৩২)ও ট্রাক চালক আবুল কালাম আজাদকে সহ তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় ওই এসআই বাদি হয়ে এ পাঁচজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদুর রহমান বিশ্বাস রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আদালত তিনজনকে দোষি সাব্যস্ত করেন। পরে বিচারক তাদের বিরুদ্ধে এ রায় দেন। রায়ের পর আসামিদের জেলহাজতে পাঠানো হয়।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.