দিনাজপুরের বীরগঞ্জ থানার আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। রাজরীতিবিদ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় থানা ক্যাম্পাস চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি'র বক্তব্য রাখেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু), ওসি (তদন্ত) শিহাব উদ্দিন। আরও বক্তব্য রাখেন, রামপুর-ষোল মাইল মাদক নির্মূল কমিটির সভাপতি নুর আলম, এসআই জাহাঙ্গীর বাদশা রনি, সুমন দেবনাথ, সিরাজুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মো: মারুফাত হুসাইন তার বক্তব্য বলেন, দেশ পরিবর্তন হয়েছে পিছনের দিকে তাকানোর সুযোগ নেই। আপনারা সহযোগিতা চাইবেন, আমরা আপনাদের পাশে থাকবো। বীরগঞ্জ উপজেলাকে মাদক ও জুয়া মুক্ত করতে সকলের সহযোগিতা চাই। তিনি আরও বলেন, বীরগঞ্জ থানাকে মডেল থানা তৈরির প্রচেষ্টায় সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.