প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৫, ৫:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২, ২০২৫, ৪:১৩ অপরাহ্ণ
জলঢাকায় তারুণ্যের উৎসব ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন
আনোয়ার হোসেন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে ভলিবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ রবিবার বিকেলে উপজেলার ডাক বাংলা মাঠে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। এসময় তিনি দেশের ক্রীড়াঙ্গনে যুব সমাজকে ভূমিকা রাখার আহবান জানান। আরো উপস্থিত ছিলেন, সমাজসেবা অফিসার কামরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাদেকুর রহমান, পৌর প্রকৌশলী কামাল আহমেদ, উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান, ইউপি চেয়ারম্যান রকিবুল ইসলাম, গোলাম মোস্তফা মানিক, মিজানুর রহমান, নুরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান, সম্পাদক শাহজাহান কবীর লেলিন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আশিফ ইকবাল সাজু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন প্রমুখ। উদ্বোধনী খেলায় জলঢাকা পৌরসভা ২--০ সেটে গোলমুন্ডা ইউনিয়ন দলকে পরাজিত করে। উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্টে ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়ন দল অংশগ্রহণ করছে।#
Copyright © 2025 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.