গাইবান্ধা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি’র অফিস ভাংচুরের মামলায় মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আনোয়ারুল ইসলাম প্রধানকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, শনিবার রাতে গোবিন্দগঞ্জ থানার এসআই মানিক রানা উপজেলার মহিমাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন । আনোয়ারুল চেয়ারম্যানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, উপজেলা বিএনপি’র কার্যালয় ভাংচুরের অভিযোগে থানায় দায়েরকৃত মামলার এজহারভূক্ত আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয় এবং আজ রোববার আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা জেল হাজতে পাঠানো হয়েছে।