মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : সেনবাগ উপজেলার দিলদার মার্কেটে আওয়ামীলীগের পক্ষে সরকার বিরোধী প্রচারপত্র লিফলেট বিতরণ অভিযোগে কাবিলপুর ইউনিয়ন যুবলীগ সেক্রেটারী ও স্থানীয় ৯নং ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন আনুকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। আনু মইজদীপুর গ্রামের আবু তাহেরের ছেলে ।
শনিবার দিবাগত রবিবার রাতে সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এরআগে শনিবার রাতে উপজেলা ৬নং কাবিলপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড দিলদার মার্কেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ ওই বাজারে লিফলেট বিতরণ করার খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে লিফলেট বিতরণ কারীরা পালিয়ে যায়। পরে রাতে অভিযান চালিয়ে পুলিশ সন্দিগ্ধ আসামি হিসেবে আনোয়ার হোসেন আনুকে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চত করেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম মিজানুর রহমান।রবিবার দুপুরে তাকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।