রনি আকন্দ জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাইয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কালাই ময়েন উদ্দীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান।
যানাযায়, শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসকরা ১৮শ থেকে ২হাজারের অধিক রোগী দেখেন এবং ব্যবস্থাপত্র দেন। এছাড়াও মেডিকেল টেকনোলজিস্ট দ্বারা বিনামূল্যে ডায়বেটিস পরীক্ষাসহ রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
আয়োজক এ্যাডভোকেট নাফিউৎ জামান তালুকদার বলেন, অর্থ অভাবে যাঁরা বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারেন না, বিনামূল্যে তাঁদের সেবা দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যে। দুই হাজারেরও বেশি রোগীকে দিনব্যাপী চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র দিয়েছেন।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন, ' এ উপজেলায় চিকিৎসা ব্যবস্থার মান যথেষ্ট ভালো। তবে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব আছে। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অনেকে উপকৃত হয়েছেন।