এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোণাঃ নেত্রকোণার খালিয়াজুরীতে পৃথক তিন স্থানে বজ্রপাতে তিনজন কৃষক নিহত হয়েছেন। এছাড়াও একজন আহত হন।
নিহত তিনজন হচ্ছেন, খালিয়াজুরী উপজেলার রসুলপুর গ্রামের সমর আলীর ছেলে নিজাম উদ্দিন (২৫), কৃষ্টপুর গ্রামের রমজান মিয়ার ছেলে কবীর হোসেন (৪০) ও হায়াতপুর গ্রামের রসিক সরকারের ছেলে রাখাল সরকার (৬০)। আহত হচ্ছেন, রসুলপুর গ্রামের হামিদ মিয়ার ছেলে রনু মিয়া (৩০)।
মঙ্গলবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাত চলাকালে বজ্রপাতে এই হতাহতের ঘটনা হয়।
স্থানীয়দের বরাতে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, খালিয়াজুরী উপজেলায় বিভিন্ন স্থানে বিকাল ৫টার দিকে বৃষ্টিপাত শুরু হয়। রসুলপুর গ্রামে বেশ কয়েক জন কৃষক ধনু নদীর পাড়ে হাওর থেকে কেটে আনা বোরো ধান শুকানোর কাজে ব্যস্ত ছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে নিজাম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। তার পাশে থাকা রুনু মিয়া গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
অপরদিকে কৃষ্টপুর ইউৃনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম মোড়ল জানান, বিকাল সাড়ে ৫টার দিকে কৃষ্টপুর গ্রামের কবীর হোসেন বাড়ির সামনের হাওরে ধান কাটতে গেলে হঠাৎ বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সুনামগঞ্জের দিরাই উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সন্ধ্য পৌনে ৭টার দিকে তার মৃত্যু হয়।
হায়াতপুর গ্রামের স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ওমর চৌধুরী জানান, হায়াতপুর গ্রামের রসিক সরকারের ছেলে রাখাল সরকার বাড়ির সামনের হাওর থেকে সন্ধ্যে সাড়ে ৬টার দিকে বৃষ্টিপাতের মধ্যে গরু আনতে যান। এ সময় বজ্রপাতে রাখাল সরকার ঘটনাস্থলে মারা যায়।
এ ব্যপারে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বজ্রপাতে তিন জন নিহতের কথা স্বীকার করে বলেন, তাদের লাশ দাফন কাফনের জন্য সরকারের পক্ষ থেকে তাদের প্রত্যেকের পরিবারকে ১০ হাজার করে অনুদান প্রদান করা হবে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.