সিরাজগঞ্জ প্রতিনিধি ;; সিরাজগঞ্জের তাড়াশে পুরাতন অটো ও চার্জার গাড়ির ব্যাটারি কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৩৮ লাখ টাকার মালামাল লুট করেছে সংঘবদ্ধ ডাকাতচক্র। এদিকে ঘটনার দুদিন পর জড়িত পাঁচ ডাকাতকে গ্রেপ্তার ও দেশীয় অস্ত্র উদ্ধার এবং একটি কাভার্ডভ্যান জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. নাজমুল হক। গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর থানার বেতজুরী গ্রামের মো. ওহাব আলী পলানের ছেলে মো. ওয়াসিম পলান (২৩), একই থানার বারুতুপা গ্রামের মৃত আজিবরের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৫), সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাচানদিঘী গ্রামের মৃত মজনুর ছেলে মো. ইয়াকুব শাহ (২৩), একই উপজেলার বড় পাওতা গ্রামের মো. দবির শেখের ছেলে মো. শামীম হোসেন (৩৪) ও পলাশী গ্রামের মো. মজনু প্রামাণিকের ছেলে মো. লাবু প্রামাণিক (৪০)।
উপ পরিদর্শক (এসআই) নাজমুল জানান, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের হেদার খাল এলাকায় নওগাঁ জেলার মো. শয়নুল ইসলাম ও তাড়াশের মো. আব্দুল হাদি যৌথভাবে কারখানা স্থাপন করেন। সেখানে পুরাতন অটো ও চার্জার গাড়ির ব্যাটারি গলিয়ে সীসা বের করা হত। রোববার (১৩ এপ্রিল) রাতে সেখানে শ্রমিকরা কাজ করছিলেন। এ অবস্থায় গভীর রাতে ২৫/৩০ জন সংঘবদ্ধ ডাকাত চাইনিজ কুড়াল, হাসুয়া, ছোড়া, রামদা, লোহার রড, লাঠি নিয়ে কারখানার ভেতরে ঢুকে ম্যানেজারকে আঘাত করে রক্তাক্ত করে এবং সব শ্রমিকের হাত-পা রশি দিয়ে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে লুট করে। ডাকাতদল ম্যানেজারের কাছে থাকা নগদ ৭০ হাজার টাকা, মোট ১৪টি ফোন কেড়ে নেয় এবং একটি বড় কাভার্ডভ্যান কারখানায় ঢুকিয়ে পুরাতন ১০টন ব্যাটারির প্লেট, তিন টন সীসা, ১২শ কেজি ব্যাটারির কানেক্টিন লুট করে নিয়ে যায়। লুণ্ঠিত মালামালের আনুমানিক মূল্য ৩৮ লাখ টাকা। এ ঘটনায় তাড়াশ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়। তিনি বলেন, চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে জেলা পুলিশ একটি চৌকস টিম গঠন করে। গোয়েন্দা পুলিশের ওই টিম তথ্যপ্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১৪ এপ্রিল) ভোর রাতে তাড়াশ থানা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্য মোতাবেক সোমবার গভীর রাতে গাজীপুর জেলার শ্রীপুরে অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে তিনটি চাইনিজ কুড়াল, লুট হওয়া ২টি মোবাইল ফোন, লুটের মালামাল বহনকারী বড় কার্ভাড ভ্যান জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এসআই নাজমুল বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.