প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৬:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৫, ৫:২৯ অপরাহ্ণ
পটুয়াখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে শোকজ

পটুয়াখালী প্রতিনিধি।। মৃত ব্যক্তরা নিচ্ছেন চাল জীবিতরা বঞ্চিত শিরো নামে সংবাদ প্রকাশিত হলে খাদ্যবান্ধব কর্মসূচি ডিলার রবিউল ইসলামকে শোকজ করেছেন পটুয়াখালীর দশমিনা উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ দপ্তর। সোমবার ওই ডিলারকে পাঠানো নোটিসে ৫ কার্য দিবসের মধ্যে শোকজের জবাব চাওয়া হয়েছে।
শোকজ পাওয়া ডিলার রবিউল ইসলাম দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের চাুদপুরা এলাকার মো. নাসির উদ্দীন হাওলাদারের ছেলে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. মাহামুদুল হাসান সিকদারের স্বাক্ষরিত নোটিসে বলা হয়েছে, উপজেলার আলীপুর ইউনিয়ন খাদ্য বান্ধব ডিলার রবিউল ইসলামের বিরুদ্ধে মৃত ভোক্তাকে চাল বিতরনের অভিযোগ পাওয়া গেছে। মৃত ভোক্তাকে কেনো চাল বিতরন করা হলো এই মর্মে পাঁচ কার্য দিবসের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক লিখিত জবাব দিতে ব্যর্থ হলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
ক্ষোভকন্ঠে স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদ থেকে ট্রেডলাইন্সে নিছে কালামিয়া বাজারে দোকান দেখিয়ে। অথচ ভাড়া কিংবা নিজস্ব কোন দোকান ঘর না থাকার পরেও ডিলারশিপ বহাল থাকে কি করে। রবিউল সরকারের উদ্দেশ্য বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এ ঘটনায় রবিউলের ডিলারশিপ বাতিল সহ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের দাবীও জানান তারা। তারা আরো জানান, খাদ্য বিভাগ কি তদন্ত করছে আমাদের জানা নেই। তবে সে অবৈধভাবে খাদ্য বিভাগে সহযোগিতায় ডিলারশিপ পাইছে। এ ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবীও জানান তারা।
এবিষয়ে আলীপুর ইউনিয়ন ডিলার মো. রবিউল ইসলাম বলেন, আমাকে শোকজ করা হলে আমি লিখিত জবাব দিয়েছি।
এবিষয়ে পটুয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নাসির উদ্দীন বলেন, শোকজের জবাব দেয়া হয়েছে এবং মৃত্যু ব্যক্তিদের মৃত সনদের মাধ্যমে তাদের নাম কর্তন করতে হয়। চলতি মাসের মৃত্যু ব্যক্তিদের চাল বন্ধ রয়েছে
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.