আক্কেলপুর(জয়পুরহাট)প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ওই বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন অভিভাবক সদস্য মো. গোলাম মোস্তফা। তিনি তিলকপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ছিলেন।
জানা গেছে, তিলকপুর উচ্চ বিদ্যালয়ে গত ৬ এপ্রিল ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক ক্যাটাগরিতে দিন ব্যাপী শান্তি পূর্ণ পরিবেশে ভোট গ্রহন করা হয়। ওই দিন মো. গোলাম মোস্তফা ১৯৬ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করে অভিভাবক সদস্য নির্বাচিত হন। পরে উপজেলা পরিষদের মিলনায়তনে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে সভাপতি নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরির নির্বাচিত সদস্যদের মধ্যে মো. গোলাম মোস্তফা সংখ্যা গরিষ্টের সমর্থনের ভিত্তিতে সভাপতি নির্বাচিত হয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, তিলকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ, আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, বিএনপি নেতা আমিনুর রশিদ ইকু, তিলকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক রোস্তম আলী, সাংগঠনিক সম্পাদক বাদশা আলম।
এবিষয়ে তিলকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ বলেন, অধিকাংশের সমর্থনে অত্র বিদ্যালয়ের নব নির্বাচিত অভিভাবক সদস্য মো. গোলাম মোস্তফা সভাপতি নির্বাচিত হয়েছেন।
প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী বলেন, সংখ্যা গরিষ্ঠের সমর্থনের ভিত্তিতে মো. গোলাম মোস্তফাকে সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। এ বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে প্রধান শিক্ষককে নির্দেশনা প্রদান করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.