এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে নেত্রকোণায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা, গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টা ৪৫ মিনিটে জেলা প্রশাসনের উদ্যোগে মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে 'জাতীয় সংগীত' ও ‘এসো হে বৈশাখ, এসো এসো' গান পরিবেশনের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় নেত্রকোনাবাসী।
সকাল ৯টায় পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। আনন্দ শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে ফিরে এসে বেলুন উড়িয়ে বাংলা নববর্ষের উদ্বোধন করেন। এরপর দিনব্যাপী জেলা শহরের বিভিন্ন স্থানে চলে বৈশাখী ও লোকজ মেলা, গ্রামীণ খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বৈশাখী মেলার আয়োজন করা হয়। সকাল থেকেই শিশু কিশোর আবাল বৃদ্ধ বনিতারা বৈশাখের বাহারি রংয়ের পোষাক পরিধান করে আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহণ করে। বাংলা নববর্ষ দল মত নির্বিশেষে সকল মানুষের মিলন মেলায় পরিনত হয়।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.