যশোরে মদ বিক্রিকালে মসজিদের সামনে থেকে এক খাদেম বিদেশি মদসহ আটক হয়েছে। আটক ইসলাম আলী মাইকপট্টির একটি মসজিদে দীর্ঘদিন ধরে খাদেম হিসেবে কর্মরত রয়েছেন এবং পাশেই তিনি বসবাস করেন। তিনি ওই মসজিদে পরিচ্ছন্নতার কাজ করেন।
স্থানীয়রা জানান, রাতে মদের বোতল নিয়ে ইসলামকে কয়েকজন লাল দীঘির পাড় এলাকায় ঘুরাঘুরি করতে দেখেন। বিষয়টি তাদের সন্দেহ হলে তারা তাকে অনুসরণ করতে থাকেন। কিছু সময় পর এক ব্যক্তি ইসলামের কাছ থেকে মদ কিনতে আসেন। এমন সময় স্থানীয়রা ধাওয়া দিলে ইসলাম আলী মদের বোতল লালদীঘির পাড়ে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে ধরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের খবর দেয়া হয়। তাৎক্ষনিক একটি টিম ঘটনাস্থলে এসে ইসলামকে নিয়ে তার শোবার ঘরে তল্লাশি চালায়। ওই ঘর থেকে আরও চারবোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোর ক-সার্কেলের উপ-পরিদর্শক এস.এম শাহীন পারভেজ জানান, রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই মসজিদের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ৫ বোতল মদসহ মসজিদের ঝাড়ুদার ইসলাম আলীকে (৬৩) আটক করেন।#
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.