মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি ; সেনবাগে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় কুয়েত প্রবাসী হারুনুর রশিদের বসতঘর পুড়ে ছাঁই হয়ে ঘেছে। ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের গোরকাটা গ্রামের মিন্নত আলী ভ‚ঁইয়া বাড়িতে। এতে ৬ ভরি স্বর্ণালংকার, একটি ফ্রিজ,আসবাবপত্র ও মূল্যবান কাগজপত্রসহ প্রায় ১৫লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ পরিবারটির। রবিবার ভোর ৫টার দিকে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের স‚ত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত হারুনুর রশিদের পরিবারের সদস্যরা জানান, রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। এরপর ভোরে আগুনের লেলিহান শিখা দেখে তারা ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান। তবে মুহ‚র্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। খবর পেয়ে সেনবাগ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষনে ঘরটি সম্প‚র্ণ ভাবে পুড়ে ছাঁই হয়ে যায়।
সেনবাগ ফায়ার সার্ভিস ষ্টেশনের ফায়ার ফাইটার ফিরোজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে তবে,কোন হতাহতের ঘটনা ঘটেনি। তদন্ত পূর্বক ক্ষয়ক্ষতির হিসার নিরপন করা হবে।
অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামায়াতের ইসলামী অজুর্নতলা শাখা ও বিএনপির অজুর্নতলা ইউনিয়ন শাখা।ক্ষতিগ্রস্থ পরিবারটি খোলা আকাশের নিছে বসবাস করছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি প্রশাসনসহ সমাজের হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.