নাটোর প্রতিনিধি ; নাটোর শহরের একটি কওমী মাদরাসার টয়লেটে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছে এক শিশু শিক্ষার্থী। মাদরাসার মক্তব বিভাগের শিক্ষার্থী সিয়াম হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৬টার দিকে কান্দিভিটুায়া এলাকার আল জামিয়াতুল নূরানিয়া কান্দিভিটা মাদরাসা থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত শিক্ষার্থী সিয়াম হোসেন (১৪) নওগাঁ জেলার মান্দা উপজেলা চেরাকপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, শনিবার বিকাল থেকে সিয়ামকে না পেয়ে শিক্ষকরা চারদিকে খোাঁজাখুঁজি করেন এবং তার পরিবারকে জানান। শনিবার সকালে একজন শিক্ষক মাদরাসার তৃতীয় তলার একটি টয়লেট দীর্ঘ সময় ভিতর থেকে বন্ধ এবং উপরে দড়ি টানানো দেখতে পেয়ে সকলকে খবর দেন। পরে মাদরাসা শিক্ষকরা নাটোর থানায় এসে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ এখনো তার আত্মহত্যার কারণ জানাতে পারেনি। তবে মাদরাসার শিশু শিক্ষার্থীর আত্মহত্যার পিছনে বড় ধরনের কোন রহস্য রয়েছে কি না তা খতিয়ে দেখার জন্য অনুরোধ জানিয়েছেন মাদরাসার একাধিক ছাত্রের অভিভাবক। পুলিশ জানিয়েছে সকল পক্ষের সাথে কথা বলে তারা আত্মহত্যার প্রকৃত কারণ জানার চেস্টা করছেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.