প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৯:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ২:২২ অপরাহ্ণ
নবাবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, সরঞ্জাম জব্দ

এম সাজেদুল ইসলাম সাগর,নবাবগঞ্জ (দিনাজপুর) ;; দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার করতোয়া নদীতে অবৈধভাবে নদীর তীর কেটে বালু উত্তলনকালে একটি স্যালো মেশিন ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল)দুপুর ২ টায় নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি),থানা পুলিশ সদস্য ও গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে করতোয়া নদীতে অভিযান পরিচালনা করে একটি স্যালো মেশিন ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করেন। সে সময় স্যালো মেশিনের লোকজন পালিয়ে যায়।
নবাবগঞ্জ উপজেলা সহকারী (ভূমি) রেজাউল ইসলাম বলেন,উপজেলার কাচদহ এলাকায় করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন কালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে, অভিযানে একটি স্যালো মেশিন এবং বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। আমাদের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। তিনি আরও বলেন এধরনের অভিযান অব্যাহত থাকবে ।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.