প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৯:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ২:০৯ অপরাহ্ণ
ফিলিস্তিনে বর্বরোচিত গণহত্যায় পানছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

পানছড়ি (খাগড়াছড়ি) ;; ফিলিস্তিনের গাজায় ইসরাইলী বাহিনীর বর্বরোচিত গণহত্যায় পানছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হয়েছে। মসজিদুল আল-আকসা পুনরুদ্ধার, মাজলুম মাজলুম। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। ৭'এপ্রিল সোমবার সকাল দশটায় পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শান্তিপূর্ণ এই মিছিলে উপজেলার হাজার হাজার মুসলিম তাওহিদী জনতা অংশ নেয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, নিরীহ ফিলিস্তিনের মুসলমানদের উপর দখলদার ইসরাইলী বাহিনী হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। যেখানে নারী-পুরুষ থেকে শুরু করে শিশু কিশোর ও বয়োবৃদ্ধ কাউকেই ছাড় দেয়া হচ্ছেনা। ফিলিস্তিনে এই গণহত্যায় বিশ্বব্যাপী বইছে নিন্দার ঝড় আর কাঁদছে সারা বিশ্বের মুসলিম। যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের মুসলমানদের উপর এমন বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইহুদি ইসরাইলীদের সব ধরণের পন্য বয়কট করার আহবান জানানো হয়। এ সময় নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি ও পানছড়ি বাজার জামে মসজিদের খতিব মাওলানা মো: দলিলুর রহমান।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.