সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি : সৈয়দপুর উপজেলার কাশিরাম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার নুরনবী সরকারের নির্দেশে ওই ওয়ার্ডের বাঁশতলী পাড়ায় একটি পরিবারের বাড়ি ভাংচুর করে পরিবারের সদস্যদের এলাকা থেকে বিতাড়িত করেছেন এলাকাবাসী। এদিকে এ ব্যাপারে ভ‚ক্তভোগী পরিবার পাশর্^বতী এলাকার গণমান্য ব্যক্তিদের কাছে বিচার দিলে তারা আইনের আশ্রয় নিতে বললে ভ‚ক্তভোগী পরিবারের পক্ষ থেকে গত ০৫ এপ্রিল সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এ ব্যাপারে উক্ত এলাকাবাসীসহ ওই মেম্বারের সাথে কথা হলে তারা বলেন, দীর্ঘদিন যাবত ভ‚ক্তভোগী পরিবারের বড় মেয়ে ওই বাড়িতে দেহ ব্যবসা করে আসছেন। এ নিয়ে এলাকাবাসী অনেকবার নিষেধ করলেও নিষেধ না মানায়, তারা এলাকার পরিবেশ ঠিক রাখতে তাকে সহ তাদের পরিবারকে এলাকা ছাড়া করেছেন। অপরদিকে ভ‚ক্তভোগী পরিবারের সাথে কথা হলে অভিযুক্ত নিশি (২৩) বলেন, তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন যাবত নুরনবী মেম্বার শারীরিক মেলামেশা করেন। কিন্তু গত ০৪ এপ্রিল রাতে অবৈধ মেলামেশা করার সময় নিশির মা লাভলী বেগম টের পেলে নুরনবী মেম্বার রাগান্বিত হয়ে লাভলী বেগম ও তার মেয়ের প্রতি মার ডাং শুরু করেন এবং এক পর্যায়ে এলাকাবাসীকে মিথ্যে বদনাম দিয়ে তাদের বাড়িঘর ভাংচুর করে এবং তাদের জমানো ৮০ হাজার টাকা জোরপূর্বক নিয়ে বাড়ি ছাড়া করেন। এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফইম উদ্দিনের সাথে কথা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত চলছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.