প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৪:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২২, ২০২৫, ১:০৮ অপরাহ্ণ
সেই অসহায় বৃদ্ধা নীলমণির পাশে দাঁড়ালেন পত্নীতলা ইউএনও আলীমুজ্জামান
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: ৭০ বছর বয়সের অসহায় বৃদ্ধার পাশে গিয়ে দাঁড়িয়েছেন নওগাঁর উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন। এসময় কম্বল, চৌকি, তোষক ও চাল, ডাল, কাঁচা তরকারিহ অন্যান্য বাজার উপহার দেন।
বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার পাটিচরা ইউনিয়নের ডোহানগর গ্রামে যান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন।
এসময় ইউএনও আলীমুজ্জামান মিলন বলেন, নীলমণিকে ঘরসহ বসবাস উপযোগী নানা ধরনের আসবাবপত্র দেওয়া হবে।
উল্লেখ্য, এ বিষয়ে পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন এর ফেসবুক আইডি Ikhtiar Uddin তে সরেজমিন ভিডিও প্রতিবেদন গতকাল মঙ্গলবার রাতে প্রচার করা হয়েছিল। প্রতিবেদনটি উপজেলা ইউএনও নজরে দৃষ্টি আকর্ষণ হয়।
Copyright © 2025 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.