প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৫:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২২, ২০২৫, ৬:১৪ পূর্বাহ্ণ
বাঘায় নিয়োগ বাণিজ্যের ২৪ লাখ টাকা নিয়ে শিক্ষকদের হাতাহাতি
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় শিক্ষা প্রতিষ্ঠানের আয়-ব্যয়সহ নিয়োগ বাণিজ্যের ২৪ লাখ টাকা ভাগ-বণ্টন নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে সহকারী কয়েকজন শিক্ষক ও কর্মচারীর হাতাহাতি এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পক্ষ উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার হেলালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ওই এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হেলালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়-ব্যয় এবং নিয়োগ বাণিজ্যের টাকা ভাগ-বণ্টন নিয়ে প্রধান শিক্ষক আব্দুল খালেকের সঙ্গে সহকারী শিক্ষক জাকির হোসেন, রফিকুল ইসলাম এবং আব্দুল আওয়ালসহ বেশ কিছু শিক্ষক ও কর্মচারীর সঙ্গে আগে থেকেই দ্বন্দ্ব চলছিল। সর্বশেষ মঙ্গলবার সকালে বাকবিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে প্লাস্টিকের চেয়ার তুলে মারধর ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাময়িকভাবে সবাই কমবেশি আহত হন।
তবে প্রধান শিক্ষক আব্দুল খালেক নিয়োগ বাণিজ্যের ঘটনা সঠিক নয় দাবি করে বলেন, স্থানীয় কিছু মানুষের প্ররোচনায় কয়েকজন শিক্ষক এবং কর্মচারী আমার কাছে প্রায়ই টাকা চান। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাকে গতকাল হুমকি দেন এবং আজকে (মঙ্গলবার) স্কুলে এলে তারা আমাকে মারধর করে স্কুল থেকে বের করে দেন। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন।
অপরদিকে সহকারী শিক্ষক জাকির হোসেন, রফিকুল ইসলাম এবং আব্দুল আওয়ালসহ কয়েকজন কর্মচারী জানান, প্রধান শিক্ষক আব্দুল খালেক নিয়োগ বাণিজ্যসহ বিদ্যালয়ের আয়-ব্যয়ের মোট ২৪ লাখ টাকার কোনো হিসাব কাউকে দেন না। এ নিয়ে গতকাল সোমবার সকালে তার সঙ্গে আমাদের কথাকাটাকাটি হয়। এরপর আজকে (মঙ্গলবার) তিনি বহিরাগত লোকজন নিয়ে এসে আমাদের মারধর করেন। নিরুপায় হয়ে আমরা বিষয়টি মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবগত করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছি। যার সত্যতা স্বীকার করেছেন মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম মাহমুদুল হাসান।
এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার বলেন, সহকারী শিক্ষক ও কর্মচারীরা এসে আমার কাছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগসহ মারধরের বিষয়ে অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মারধরের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় বিষয়টি নিয়ে ওই এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
Copyright © 2025 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.