প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ৯:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২৫, ৩:১০ অপরাহ্ণ
চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাসসহ বকেয়া পাওনা পরিশোধ করুন গেজেট অনুযায়ী সকল জাহাজী শ্রমিকদের ঈদের আগে বকেয়া বেতন বোনাস সহ সকল পাওনা পরিশোধ কর। নৌ-প্রশাসন ও নৌ- পুলিশ কর্তৃক নৌ-শ্রমিকদের উপর জুলম, নির্যাতন, হয়রানি, মিথ্যা মামলা ও চাঁদাবাজি বন্ধের দাবিতে ২৯ মার্চ ২০২৫ ইং শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃআজগর হোসেন তালুকদারের সভাপতিত্বে নির্বাহী সদস্য রেজাউল করিম সেলিমের সঞ্চালনায় এক শ্রমিক সমাবেশ নগরীর সদরঘাট জেটির মোড়ে অনুষ্ঠিত হয়।
সমাবেশের পূর্বে একটি শ্রমিক মিছিল সদরঘাট থানার সামনে হতে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদরঘাট জেটির মোড় এসে শেষ হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন, চট্রগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন , বাংলাদেশ জাহাজী শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এম. নুরুল হুদা চৌধুরী বলেন, বাজেটে শ্রমিকদের অধিকার নিশ্চিতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে, শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবি জানাচ্ছি এবং ঈদের আগে অর্থাৎ ৩০ মার্চের মধ্যে মালিকদেরকে শ্রমিকদের বেতন বোনাস সহ বকেয়া পাওনা বুঝিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। শ্রমিক অসন্তোষ সৃষ্টি করে একটি চক্র সরকারের বদনাম সৃষ্টির পায়তারা চালাচ্ছে তাদের প্রতি সতর্ক থাকতে হবে। নৌ-প্রশাসন ও নৌ- পুলিশের অযাচিত হয়রানি, মিথ্যা মামলা এবং কাগজপত্রের অজুহাত তুলে চাঁদার দাবি রোধ এবং জলদস্যুতা দমন করতে হবে। কর্ণফুলী দূষণ ও দখলমুক্ত সহ দেশের অন্যান্য নদী-খালগুলোর অবৈধ দখলদারকে উচ্ছেদ করতে হবে।"
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাস্টার।
সহ-সভাপতি মোহাম্মদ আবু তাহের মাষ্টার, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার কার্যকরী সভাপতি নুরুল আলম মাষ্টার, সহ সভাপতি জাহাঙ্গীর আলম মাষ্টার সন্দ্বীপি, সাধারণ সম্পাদক মো আলাউদ্দিন মাঝি, যুগ্ন সাধারণ সম্পাদক নুর ইসলাম মহাজন, সাংগঠনিক সম্পাদক মো জাফর সুকানি, প্রচার সম্পাদক মোহাম্মদ রিয়াজ ড্রাইভার, মো: তৌসির আহমেদ সুকানি, জামাল সুকানি, সবুজ মিয়া, পতেঙ্গা থানা জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি, মোঃ হাছান বাদশা, সহ সভাপতি বাসু দেব, সাংগঠনিক সম্পাদক মো আবু তাহের, চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আল মাছরুল গাজী বাচ্চু, নির্বাহী সদস্য মোবাশ্বের মাষ্টার, সম্পাদক মন্ডলীর সদস্য যথাক্রমে শহীদুল ড্রাইভার, শাকিল সুখানী, পারভেজ সুকানি, মমতাজ গ্রীজার, হেলাল লস্কর, মহসিন হোসেন মাস্টার, সাগর লস্কর, হানিফ লস্কর, সোহান লস্কর, হাসান লস্কর, জসিম লস্কর, খলিল সিকদার, সেলিম সুকানি, শরিফুল বাবুচি প্রমূখ।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.