বাঘা (রাজশাহী) প্রতিনিধি : নবধারা বিদ্যানিকেতনের দশম বর্ষপ‚র্তি উদযাপন উপলক্ষে দিনব্যাপী জমজমাট আয়োজনে শত সহস্র মানুষের অবস্থানে বিশাল মিলনমেলা হয়েগেল ১৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে নবধারা বিদ্যানিকেতন ক্যাম্পাসে। শীতের এই মিষ্টি সোনালি রোদ ছড়িয়ে পড়ার আগেই নবধারা বিদ্যানিকেতনের অনুষ্ঠানস্থল মিলন মেলায় পরিণত হয়। শুধু এ দিনটি উপলক্ষেই অত্র প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা ছুটে আসেন বিদ্যালয়ে। পুরোনো বন্ধুকে কাছে পেয়ে প্রাক্তন শিক্ষার্থীরা সবাই মেতেছেন হাসি-ঠাট্টা, স্মৃতিচারণা আর আড্ডায়। আবার সকলে গল্পগুজবের সঙ্গে সেলফি-ছবি তুলে মুহ‚র্তটা স্মরণীয় করে রাখছেন।
প্রথমে খেলাচ্ছলে পিছিয়ে পড়া কিছু সাঁওতাল জনগোষ্ঠির ছেলে-মেয়েদের শিশুশিক্ষা এবং নিজ এলাকায় বয়স্কদের নিয়ে নাইট স্কুল চালু করা হয় । পরবর্তীতে গ্রামীন ছেলেমেয়ের শহরে ভাবধারায় গড়ে তোলার লক্ষ্যে ‘নবধারা বিদ্যানিকেতন’’ নামে একটি কিন্ডারগার্টেন স্কুল খোলা হয় ২০১৪ সালে পীরগাছা গ্রামে। তার কিছু বছরপর শিক্ষার মান উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে বিদ্যালয়টি স্থানান্তর করা হয় রাজশাহীর বাঘা উপজেলার, ফতেপুর বাউসা গ্রামে নিজস্ব জমিতে। বর্তমানে নবধারা বিদ্যানিকেতন স্কুলটি আগের তুলনায় অনেক অগ্রসর শুধু তাই নয়। অত্র উপজেলায় শিশু শিক্ষালয় হিসেবে নবধারার অবস্থান অতি উচ্চে। নবধারা আজ শুধু একটি শিশু শিক্ষালয় নয়; নবধারা এখন একটি ফাউন্ডেশন হিসেবে আত্মপ্রকাশ করেছে। যার মাধ্যমে নবধারার অন্যান্য শাখা স্বগৌরবে অন্যান্য কার্যক্রম করে চলেছে।
এখন ২০২৫ সাল, বিদ্যালয়ের বয়স ১০ বছর প‚র্ণ করে ১১ বছরে পা রাখল । আর এই ১ যুগকে স্মরণ করে রাখার জন্য নিজ প্রতিষ্ঠানে শনিবার সকাল হতে রাত পযন্ত কমলমতি বাচ্চাদের নিয়ে করা হয় নানা আয়োজন, যা সকাল ৮ টাই জাতীয় পতাকা উত্তলন ও পায়রা উড়ানোর মাধ্যমে শুরু করা হয়। পরে ঐ বিদ্যালয় থেকে একটি আনান্দ র্যালি ও শোভাযাত্র এলাকার বিশেষ বিশেষ স্থান পদক্ষিণ করে আবার বিদ্যােয়ে এসে পৌছে। পরে সারাদিন ব্যাপি বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ অভিভাবকদের নিয়ে খেলাধুলা ও সাংস্কতি অনুষ্ঠানের আয়োজন করা করে।
উক্ত অনুষ্ঠানটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ডা. ফিরোজা পারভিন রানীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হামিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ডা. এনামুল হক , জালাল উদ্দীন ভান্ডরী, খোরশেদ আলম মাষ্টার, তোহাজ্জত হোসেন তোহা, এনামুল হক ডাবলু,মাহাতাব মাষ্টার, জামরুল, সুজন, মনিরুজ্জামান মনি প্রমুখ।
সভাপতি হামিদুল ইসলাম জানান, নবধারা বিদ্যানিকেতন আজকে ১০ বছর অতিক্রম করে ১১ বছরে পা রাখলো। আমাদের অত্র এলাকার অতি দরিদ্রতম পিছিয়ে পড়া জনগোষ্ঠির বসবাস। এই এলাকায় যে সকল প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেগুলোর শিক্ষার মান অতি নিম্নমানের। নিরক্ষর পরিবারের ছেলে-মেয়েরা আশানুরূপ শিক্ষা সেখানে পায়না। ফলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে এমন সু-নাগরিক অত্র অঞ্চলে গড়ে উঠছেনা। এমন চিন্তাধারা থেকে অত্র অঞ্জলের অন্যতম শিশু শিক্ষালয় নবধারা বিদ্যানিকেতন গড়ে তুলি। আজকে তারই ১ দশক প‚র্তি উপলক্ষে বর্তমান ও প্রাক্তন ছেলে-মেয়েদের নিয়ে সমাবর্তন তথা মিলনমেলা- ২০২৫ খ্রিঃ উৎসব আমরা পালন করছি।
প্রধান শিক্ষিকা ডা. ফিরোজা পারভিন রানী বলেন, ১ দশক বর্ষপ‚র্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যেমে বিগত ঐতিহ্যের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে আজকের পিছিয়ে পড়া প্রজন্মের প্রাথমিক ভিত এমনভাবে গড়ে তুলবো যাতে এখান থেকেই ভবিষ্যতে দেশে-বিদেশে সুনাগরিক হওয়ার প্রত্যয়ী শপথ নিতে পারে আমাদেও সন্তানরা। এটাই আমার প্রত্যাশা। অনুষ্ঠানটি সফল করার কাজে যারা নিকলস পরিশ্রম করেছেন এবং নানাভাবে সহযোগিতা করছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। এছাড়া অনুষ্ঠানটিকে স্মরণিয় করে রাখার জন্য স্মরণিকা প্রকাশনার সাথে সম্পৃক্ত সকল কুশীলবদের ধন্যবাদ জ্ঞাপন করছি।
পরে সন্ধ্যায় স্থানীয় ও কুষ্টিয়ার বাউলশিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।