সিরাজগঞ্জ প্রতিনিধি : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে বিশাল জনসভা ও কম্বল বিতরন করা হয়েছে। রোববার বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভা ও কম্বল বিতরন করা হয়। জনসভা শেষে বেলকুচি ও চৌহালী উপজেলার একটি পৌরসভা, প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডের ৫ হাজার দু;স্থ মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়। বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জনসভায় ও কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বেলকুচি পৌর বিএনপির আহবায়ক হাজী আলতাল হোসেন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বেগম রোমানা মাহমুদ, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভুইয়া, বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম গোলাম। সভায় দুটি উপজেলার কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।####