প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৪:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৮, ২০২৫, ৬:২৪ অপরাহ্ণ
কুড়িগ্রামে বিএনপির ৯টি উপজেলা ও ৩টি পৌরসভা কমিটি বিলুপ্ত ঘোষণা
মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুড়িগ্রাম জেলা শাখার ৯ টি উপজেলা ও ৩ টি পৌরসভাসহ ১২ টি ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে নবগঠিত কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটি।
কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ কমিটি বিলুপ্ত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করতে শীঘ্রই বিলুপ্ত উপজেলা ও পৌরসভায় নতুন আহবায়ক কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
Copyright © 2025 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.