প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১২:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৫, ৪:৪২ অপরাহ্ণ
নাটোরে জেলা বিএনপি’র আহবায়ক কমিটি থেকে যুবদল সভাপতির নাম প্রত্যাহারের প্রতিবাদে নাটোর -বগুড়া মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

নাটোর প্রতিনিধি ; নাটোর জেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিমের নাম প্রত্যাহারের প্রিবাদে নাটোর -বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে দিঘাপতিয়া ইউনিয়ন যুবদল।
বুধবার রাতে ইউনিয়ন যুবদলের সভাপতি মামুনুর রশিদ মন্ডলের সভাপতিত্বে মহাসড়ক অবরোধ করে সমাবেশ করে তারা। এ সময় বক্তব্য রাখেন, যুবদল নেতা জিয়াউর রহমান, আশরাফুল ইসলাম, রুহুল অপু ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ শিকদার সহ অন্যরা। সমাবেশ চলাকালে দুই পাশে বিপুল পরিমাণ পরিবহন আটকা পড়লে যানজটের সৃষ্টি হয়।
এ সময় বক্তারা বলেন, আহ্বায়ক কমিটি ঘোষণার ৩০ ঘন্টা পার না হতেই যুবদল সভাপতি এহাই তালুকদার ডালিম সহ পাঁচ জনের নাম প্রত্যাহার করা হয়েছে। যারা আন্দোলন সংগ্রামে সব সময় মাঠে থাকেন তাদেরকে বাদ দিয়ে ভুঁইপুর নেতাদের সেখানে স্থান দেওয়া হয়েছে। এটা কোনভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে কমিটি পুনর্বহাল না করা হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা।
এর আগে মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ৩৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বুধবার সেখান থেকে যুবদল সভাপতি সহ ৫ জনের নাম প্রত্যাহার করে একই ব্যক্তি স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করলে জেলা জুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.