প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১১:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৫, ৩:০২ অপরাহ্ণ
বাগাতিপাড়ায় তরুণীকে সংঘবদ্ধ গণধর্ষণের অভিযোগে আটক -৪

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ার এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৪অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে আসামিদের আসামিদের আদালতের পাঠানো হয়।
মঙ্গলবার বিকেলে সিংড়া উপজেলার খেজুরতলা এলাকা থেকে ৩ জন ও বাগাতিপাড়ার উপজেলার হাটদোল গ্রাম থেকে ১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে এদিন সকালে ৪ জনকে আসামি করে ধর্ষণ মামলা করেন ওই ভুক্তভোগী তরুণী।
গ্রেপ্তারকৃতরা হলেন বাগাতিপাড়া উপজেলার কাকফো পুরাতনপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে মেহেদী হাসান (১৯), হাটদোল গ্রামের বিচ্চাদ আলীর ছেলে মেহেদী হাসান রনি, একই গ্রামের মান্নান আলীর ছেলে রাজিব হোসেন (২২) এবং সিংড়ার আকপাড়া-শেরকোল এলাকার রুহুল আমিনের ছেলে গোলাম মোস্তফা (২০)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোবাইলে ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে অভিযুক্ত আসামি মেহেদী হাসানের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত এক মাস আগে ওই তরুণীর সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান অভিযুক্ত মেহেদী। এ সময় ওই তরুণীর কক্ষে শারীরিক সম্পর্ক করেন তিনি। কিছুক্ষণ পরে কক্ষে প্রবেশ করে মেহেদীর তিন বন্ধু। তাদের কাছে মেহেদীর সঙ্গে তরুণীর শারীরিক সম্পর্কের ভিডিও আছে বলে মেহেদীর উপস্থিতিতেই ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করেন অন্য আসামিরা। পরে ভুক্তভোগীর মুখ বন্ধ রাখতে তাকে বিয়ে করার আশ্বাস দেন অভিযুক্ত মেহেদী। কিন্তু ঘটনার পর তরুণীর সঙ্গে আর যোগাযোগ রাখেননি মেহেদী। পরে বাধ্য হয়ে গতকাল মঙ্গলবার থানায় ৪ জনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করে ভুক্তভোগী ওই তরুণী।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় ভূক্তভোগী তরুণী থানায় এসে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দিনে ও রাতে অভিযুক্ত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে।’
আজ দুপুরে আসামিদের আদালতের নেওয়া হয়।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.