প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ১:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৫, ২০২৫, ৩:৩৩ অপরাহ্ণ
উখিয়ায় অবৈধভাবে বালি উত্তোলন,দুটি ড্রেজার মেশিন ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ
কায়সার হামিদ মানিক,কক্সবাজার। কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী চোরাখোলা নামক এলাকা ও থাইংখালী খালে অভিযান পরিচালনা করেছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগ ও উখিয়া উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ও ৮ হাজার ঘনফুট বালি জব্দ করা হয়।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী চোরাখোলা নামক গহিন পাহাড়ি এলাকা ও থাইংখালী খালে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান। তিনি জানান, দীর্ঘদিন ধরে উখিয়া থাইংখালী বন বিটের আওতাধীন চোরাখোলা গভীর বনের ভেতর থেকে পাহাড় কেটে ও খাল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছিল স্থানীয় বালু ও পাহাড় খেকো একটি সিন্ডিকেট। খবর পেয়ে উপজেলা প্রশাসন সহ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বন বিভাগের জায়গা থেকে ৮ হাজার ঘনফুট বালু জব্দ ও বালি উত্তোলনের যন্ত্রপাতিসহ ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা বলেন, যারা অবৈধভাবে পাহাড় কেটে প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশ এবং জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতি করছে তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। যারা অবৈধভাবে পাহাড় কাটা ও বালি উত্তোলনের সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থাগ্রহণ করা হবে।
উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন বলেন, বন বিভাগের সহযোগিতায় অবৈধভাবে পাহাড় কাটা ও বালি উত্তোলনকারী সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। তবে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। পরিবেশ-প্রতিবেশ ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে আরও ছিলেন, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. মনিরুল ইসলাম, উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ, উখিয়া সদর বিট কর্মকর্তা রনিসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ।
Copyright © 2025 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.