মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে ওই মেলা অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন। এসময বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভ‚মি) মোহাম্মদ জাহিদুল ইসলাম, একাডেমী সুপারভাইজার মোঃ নুরুজ্জামান, কৃষি কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, আইসিটি কর্মকর্তা ফারুক হোসেন, লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের অধ্যক্ষ নুরুল আলম সবুজ, কানকিরহাট বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নেছার উদ্দিন,ডমুরুয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন, মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল, বালিয়াকান্দি সুলতান মাহমুদ কলেজের শিক্ষক মোঃ ফারুক হোসেন প্রমুখ।
উচ্চ মাধ্যমিক ,মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উক্ত মেলায় অংশ গ্রহণ করে নিজেদের বিজ্ঞান মস্কক বিভিন্ন স্টল দিয়ে এর পরিচয় তুলে ধরার চেষ্টা করে। এর আগে বিচারক মন্ডলী ও অতিথিবৃন্দ মেলায় প্রজেক্ট উপস্থিপত স্টলগুলো গুরেগুরে দেখেন। মূল্যয়ন শেষে সেরাদের মাঝে পুরষ্কার বিতরন করেন।