তছলিম উদ্দীন,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “জ্ঞান বিজ্ঞানে করবো জয়,সেরা হবো বিশ্বময়” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে (১৪ ও ১৫ জানুয়ারি) ২দিন ব্যাপী ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ এর সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শেষে নবাগত ইউএনও শিক্ষার্থীদের উদ্দেশে পরামর্শ মূলক বক্তব্য প্রদান করেন।এর পরে উপজেলা পরিষদ চত্তরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৬তম বিজ্ঞান মেলা)-২০২৫ উপলক্ষে উপজেলার ১০টি স্কুল ও কলেজের স্টল পরিদর্শন করেন নবাগত ইউএনও সেলিম আহমেদ।
এবারে উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টল মেলায় স্থান পায়। এসময় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা, ছাত্র-ছাত্রী সেখানে উপস্থিত ছিলেন। এর আগে ইউএনও’র কার্যালয়ে সাপাহার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।